হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,চাঁপাইনবাবগঞ্জে প্রায় এক কোটি দুই লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর-চরবাগডাঙ্গাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার পিরগাছী গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. জিয়াকুর (৫০)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে হেরোইন নিয়ে যাওয়ার পথে জিয়াকুরকে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর-মডেল থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

আরও পড়ুন:

Leave a Comment