চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড – চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মামুন ও দুলু মিয়া নামের দুজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

দণ্ডিতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নওরশিয়া (পলশবনা) গ্রামের ফয়মুদ্দিনের ছেলে মামুন (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোলাহাটের বড়জামবাড়ীয়া খাপানের বিল এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২টি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ মামুন ও দুলুকে আটক করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ঘটনার পরের দিন ২০২০ সালের ১ জানুয়ারি র‌্যাবের এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. আতাউর হোসেন ২০২০ সালের ৩১ জানুয়ারি তদন্ত শেষে মামুন ও দুলুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

 

আরও পড়ুন:

Leave a Comment